নির্বাচন কার্যালয়ে তান্ডব : ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার ফুলগাজী থানার এসআই আশিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন সাংবাদিকদের জানান, চেয়ারম্যান আবদুল আলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণে বাধা, নির্বাচন কার্যালয়ের কর্মচারীকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর ফুলগাজী ও পরশুরাম উপজেলা নির্বাচন কার্যালয় সন্ত্রাসীরা ঘিরে রাখে।
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা বাধার মুখে পড়েন।
গত মঙ্গলবার ফুলগাজীর জিএম হাট ও আনন্দপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ও ফখরুদ্দিনকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়। ভাঙচুর করা হয় বিএনপি কার্যালয়।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।
পরে কমিশন তফসিল বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।