৯৯ শতাংশ শিশু পরিচিতদের দ্বারা নির্যাতিত
আলোকিত প্রতিবেদক : পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন বলেছেন, ১০ শতাংশ শিশু নৃশংসতার শিকার। তার ৯৯ শতাংশ পরিচিতদের দ্বারা নির্যাতিত।
তিনি বলেন, শিশুদের মধ্যে এক ধরনের ডিফেন্স ম্যাকানিজম কাজ করে বলে অপরিচিতদের কাছে যায় না। পরিবারের কাছের মানুষদের দ্বারা নির্যাতনগুলো লুকানোর চেষ্টা করে। মাকে জানানোর পরও মা এ বিষয়ে সাবধানতা অবলম্বন করেনি।
শনিবার রাজধানীতে বাংলা ট্রিবিউন আয়োজিত শিশু নিরাপত্তা-বিষয়ক বিশেষ বৈঠকিতে উপ-কমিশনার এসব কথা বলেন।