বগুড়ায় নির্বাচনী সহিংসতা, পুলিশ-বিজিবির গুলিতে নিহত ৪

আলোকিত প্রতিবেদক : বগুড়ার গাবতলীতে ফলাফল ঘোষণা না করাকে কেন্দ্র করে হামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাইহাটা এলাকার নারী মেম্বার প্রার্থীর এজেন্ট কুলসুম আক্তার (৩৫), একই এলাকার আবদুর রশিদ (৬০), আলমগীর হোসেন (৩৫) ও খোরশেদ আকন্দ (৭০)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে চারজন নিহতের তথ্য নিশ্চিত হয়েছি। কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় জানান, ভোট গণনা না করে ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সরকারি গাড়ি ভাঙচুর করা হলে পুলিশ ও বিজিবি গুলি চালায়।

ওই কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী ফকিরের বাড়ির পাশে। ভোট গণনা হলেও প্রশাসনের কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করায় ঘটনার সূত্রপাত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবির সদস্যরা ২০-২৫ রাউন্ড গুলিবর্ষণ করেছেন। আর কিছু বলতে চাই না।

আরও খবর