নারায়ণগঞ্জে ২ লাখ ৩০ হাজার ভোল্টের টাওয়ারের চূড়ায় তরুণী!
নিজস্ব প্রতিবেদক : ১৩৩ ফুট উচ্চতার দুই লাখ ৩০ হাজার ভোল্টের বৈদ্যুতিক টাওয়ারে উঠেছিলেন এক তরুণী।
পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনা হয়।
ওই তরুণীর নাম পারুল আক্তার (২২)।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পারুলের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কুটিয়ার পাড়ায়।
তার স্বামী ইয়াদ উল্লাহ সিদ্ধিরগঞ্জের একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক।
পারুলের শাশুড়ি সাজেদা বেগম বলেন, পারুল মানসিক রোগী।
এলাকাবাসী জানান, পারুল বিকেল তিনটার দিকে ওই টাওয়ারে ওঠা শুরু করেন। উঠতে উঠতে প্রায় চূড়ায় ওঠে যান। লোকজন চিৎকার করে তাকে নামতে বললেও তিনি কারও কথায় কান দেননি।
খবর পেয়ে পুলিশ স্থানীয় বিদ্যুৎ অফিসকে ঘটনাটি জানায়।
পরে পিজিসিবি বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।