গাজীপুরে ৪০০ অবৈধ গজারি গাছসহ দুটি ট্রাক ছেড়ে দিল পুলিশ!
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে প্রায় ৪০০ অবৈধ গজারি গাছসহ দুটি ট্রাক ছেড়ে দিয়েছে পুলিশ।
ট্রাক দুটি বৃহস্পতিবার ভোরে মহানগরীর সালনা চেকপোস্ট এলাকা থেকে আটক করে ডিবি।
পরে গভীর রাতে দুই লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে তা ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ওয়াকিবহাল একাধিক সূত্র জানায়, দুটি ট্রাকে কালিয়াকৈরের ফুলবাড়িয়া থেকে প্রায় ৪০০ গজারি গাছ ঢাকার রায়েরবাগ স্পটে পাচার করা হচ্ছিল।
ওই এলাকার লিটন দেওয়ান ও দুলাল সরকার গাছগুলো পাচার করছিলেন।
সালনা থেকে আটকের পর ট্রাক দুটি জেলা পুলিশ লাইনসের ভেতরে রাখা হয়।
খবর পেয়ে বন বিভাগের লোকজন প্রথমে তৎপরতা শুরু করেন। পরে তারা পিছু হটেন।
গাছ আটক ও তৎপরতার বিষয়টি সহকারী বন সংরক্ষক সালেক প্রধান নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ডিবির ওসি আমির হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি আলোকিত নিউজ ডটকমকে বলেন, গাছ আটকের বিষয়টি আমার জানা নেই। আমি একটি প্রোগ্রামে আছি। খবর নিয়ে দেখতে হবে।