কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার দিবস পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান চর্চাই হয় না, জ্ঞান সৃষ্টিও হয়।

আরও খবর