চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে আশীষ রায় গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আশীষ রায় চৌধুরী ওরফে বোতলকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন সাংবাদিকদের বলেন, আশীষ রায়ের বিরুদ্ধে গত ২৮ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার বাসা থেকে ২৩ বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।
চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশীষ রায় সর্বশেষ বেসরকারি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালনা কর্মকর্তা ছিলেন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাতে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।
মামলার নয়জন আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই, সানজিদুল হাসান, সেলিম খান ও হারুন অর রশিদ পলাতক রয়েছেন।