গাজীপুরে ফু-ওয়াং ফুডের দূষণ, হুমকির মুখে বন ও পরিবেশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ফু-ওয়াং ফুড কারখানার দূষণে বন ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
ঘটনাটি দীর্ঘদিন ধরে চললেও রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট অফিস ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ফু-ওয়াং ফুডস লিমিটেড ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোতপাড়া এলাকায় অবস্থিত। কারখানাটির উত্তর ও দক্ষিণ পাশে সংরক্ষিত বনভূমি।
উত্তর পাশের গজারি বনের ভেতর দিয়ে একাধিকবার পেছনে গিয়ে দেখা যায়, কারখানার দ্বিতীয় তলা থেকে পলিথিনসহ তরল বর্জ্য অনবরত বনে পড়ছে। প্রায় তিন শতাংশ বনের গাছপালা বিলীন হয়ে যাচ্ছে।
পানি প্রবাহের জন্য বনের মধ্য দিয়েই দীর্ঘ ড্রেন খনন করা হয়েছে। এর ফলে নালা ঘেঁষে বনের গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানে বিট অফিসের রোপণকৃত আকাশমনি চারাগুলোর স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে মাটি।
এ ছাড়া কারখানাটির দক্ষিণ পাশের বনভূমিও ঝুঁকিতে পড়েছে। উৎপাদন কার্যক্রমের বিরূপ প্রভাবে মাটির উর্বরাশক্তি হ্রাস পাচ্ছে।
বিভিন্ন গাছপালা মরে যাচ্ছে। স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়ে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
ওয়াকিবহাল সূত্র জানায়, ফু-ওয়াং ফুডের সাথে বিট অফিসের যোগসাজশ রয়েছে। তাই বছরের পর বছর ধরে বন ও পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন হলেও ব্যবস্থা নিচ্ছে না।
সূত্র আরও জানায়, কারখানাটিতে পরিবেশ অধিদপ্তরও অভিযান পরিচালনা করে না। সুযোগ পেয়ে মালিক পক্ষ রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ ব্যাপারে কারখানায় গেলে কিছুক্ষণ বসিয়ে রেখে বলা হয়, কর্মকর্তারা ব্যস্ত আছেন। কেউ সময় দিতে পারবেন না।
রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান আলোকিত নিউজকে বলেন, বিষয়টি তার জানা নেই। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।