কক্সবাজারে এক সপ্তাহে রোহিঙ্গা ২১ হাজার

আলোকিত প্রতিবেদক : মিয়ানমারে নৃশংস সহিংসতার ঘটনায় ২১ হাজার মুসলিম রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।

সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কক্সবাজার কার্যালয়ের প্রধান সানজুক্তা সাহানি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহে জাতিসংঘ ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার কথা বললেও এক সপ্তাহের ব্যবধানে তা ২১ হাজারে দাঁড়িয়েছে।

এর মধ্যে অধিকাংশ রোহিঙ্গা টেকনাফের নয়াপাড়া, লেদা ও উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

সানজুক্তা আরও বলেন, কক্সবাজারে আইওএম ছাড়াও জাতিসংঘের ইউএনএইচসিআর, ডব্লিউএফপি ও ইউনিসেফ রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে। সব সংস্থার হিসাবে কক্সবাজারে ২১ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

এভাবে চলতে থাকলে আগামী সপ্তাহে এই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

আরও খবর