‘ইজতেমায় মাওলানা সা’দ নিয়ে ষড়যন্ত্র করছে পাকিস্তান’
আলোকিত প্রতিবেদক : বিশ্ব ইজতেমার মুরব্বি ড. রফিকুল ইসলাম বলেছেন, টঙ্গীর ইজতেমায় যদি ভারতের মাওলানা সা’দ না আসেন, তবে এটা বিশ্ব ইজতেমা থাকবে না। এটা হবে স্থানীয় ইজতেমা।
তিনি বলেন, অনেক বিদেশি জানিয়েছেন, সা’দ সাহেব যদি বিশ্ব ইজতেমায় অংশ না নিতে পারেন, তবে তারা এ ইজতেমায় অংশ নেবেন না। এটা পাকিস্তানিদের একটা চাল।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে বিদেশি মুসল্লিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ ২১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধিরও অনুরোধ করেন সাবেক এই রাষ্ট্রদূত।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, তাবলিগের মুরব্বিদের সাথে আপনাদের গ্যাপ আছে মনে হচ্ছে। মন্ত্রী মহোদয় শনিবার শুরা সদস্যদের সাথে আলোচনা করেছেন।
রবিবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল কার্যালয় চত্বরে বিশ্ব ইজতেমার ফলোআপ সভায় বিষয়টি ওঠে আসে।