হোতাপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে বেগমপুর লালন সুর সংগীত একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কুষ্টিয়ার বাউলশিল্পী শাহাবুল আলম ও জয়দেবপুর থানার এসআই চুন্নু শেখসহ অন্যরা সংগীত পরিবেশন করেন।
সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শিপনা আক্তার সুমির সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবি শাহান সাহাবুদ্দিন।
প্রধান বক্তা হিসেবে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, মাদক, জঙ্গি, চাঁদাবাজ, ইভটিজিং ও ভূমিদস্যুদের নির্মূল করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সেবা দেওয়ার জন্য তার দরজা খোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল খালেক সাঁইজি, ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন, দেলোয়ার হোসেন শেখ, শিক্ষক জয়নাল আবেদীন জসিম, ছাত্রলীগ নেতা সোহাগ মাহমুদ ও ফোরকান আহমেদ জয়।
আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংবাদিক ওবাইদুল ইসলাম, আইয়ুব খান, মেহেদী হাসান সবুজ, আবু জাফর, মানিক মিয়া ও সাইফুল ইসলাম শুভ।