২০৩০ সালে ফেসবুক ব্যবহার করবে ৫০০ কোটি মানুষ : জাকারবার্গ
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন, ২০৩০ সাল নাগাদ ৫০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করবে।
যুক্তরাষ্ট্রে অবস্থিত ফেসবুকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ১৫০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। আমরা প্রত্যেককে এই সুবিধার আওতায় আনতে চাই। বিশ্বজুড়ে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মানুষকে ফেসবুকের আওতায় আনতে কাজ করছি।
ফেসবুকের বর্তমান পরিকল্পনায় বিশ্বের ৭০০ কোটির মধ্যে ৫০০ কোটি মানুষকে ফেসবুকে আনার চেষ্টা চলছে।
জাকারবার্গের ধারণা, আগামী ১৪ বছর পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি থাকবে।
তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটি।