অবসরের পর লেখা রায় গ্রহণ করতে প্রধান বিচারপতিকে বিচারপতি শামসুদ্দিনের চিঠি
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত ১৯ জানুয়ারি এক বাণীতে বলেন, কোন কোন বিচারপতি অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন। যা আইন ও সংবিধান পরিপন্থী।
এ অবস্থায় অবসরে যাওয়ার পর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
তিনি গত ৪ ফেব্রুয়ারি ওই চিঠি দেন বলে রবিবার জানাজানি হয়।
চিঠিতে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অবসরে যাওয়ার পর তার কার্যালয় তালাবদ্ধ রাখা হয়। তিনি অফিস স্টাফ ও সুবিধা থেকে বঞ্চিত হন। এ জন্য রায়গুলো টাইপ করতে পারেননি।