উল্লাপাড়ায় খাস জমি নিয়ে সংঘর্ষ : নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার চকপাঙ্গাসী গ্রামে খাস জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সাইফুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার সকালে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে গত ১ ফেব্রুয়ারি মকবুল হোসেন নামে আরও একজন মারা যান।
গত ২১ জানুয়ারি ওই গ্রামের জহুরুল ও হাসু পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হন।
এ ঘটনায় জহুরুল পক্ষ ৫২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এড়াতে গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য।