করোনা টিকার কার্যক্রম বছরব্যাপী চলবে : স্বাস্থ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার সকাল নয়টা থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের সাথে যুক্ত হয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, বছরব্যাপী টিকার কার্যক্রম চলবে। আমাদের টিকা আসতে ছয় মাস লাগবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা আসবে।
মন্ত্রী বলেন, টিকার অ্যাপ আছে। অ্যাপে সমস্যা হলে ইউনিয়ন তথ্য কেন্দ্রে টিকার নিবন্ধন করা যাবে।
স্বাস্থ্যমন্ত্রীর পর কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা করোনার টিকা নেন।