নাজিমুদ্দিন হত্যা প্রসঙ্গে ইমরান : ক্ষমতায় আ.লীগ নাকি ওলামা লীগ

আলোকিত প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে যখন সারা দেশের মানুষ সোচ্চার, তখনই নাজিমুদ্দিন সামাদের হত্যাকান্ড ঘটিয়ে আগের খুন-ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হল।

গণজাগরণ মঞ্চের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রাজধানীর সূত্রাপুরে বুধবার রাতে কুপিয়ে ও গুলি করে নাজিমুদ্দিনকে হত্যা করা হয়।

ওলামা লীগের সমালোচনা করে ইমরান বলেন, শুধু ব্লগার-লেখক নয়, নানা ধরনের মানুষ খুন হচ্ছেন। নাজিমুদ্দিন সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তারপরও শুধু অন্যায়ের সঙ্গে আপোস না করায়, ওলামা লীগের বিরুদ্ধে বলায়, তাকে খুন হতে হল। তাই আমাদের সন্দেহ হয়, ক্ষমতায় আওয়ামী লীগ নাকি ওলামা লীগ।