শ্রীপুরে তালের শাঁসের কদর

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : প্রচন্ড তাপদাহে একটু স্বস্তি পেতে শৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষও তালের শাঁস কিনছেন।

গাজীপুরের শ্রীপুরে মধুমাসের এই ফলটির কদরও বেড়েছে বেশ।

উপজেলার প্রধান প্রধান সড়কের মোড়ে বিক্রি হচ্ছে মৌসুমি তালের শাঁস।

ভ্যানযোগে পাড়া-মহল্লায় ঘুরেও তালের শাঁস বিক্রি করছেন কেউ কেউ।

শ্রীপুর চৌরাস্তার তাল ব্যবসায়ী তাজউদ্দিন ও ইকবাল হোসেন জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তালের ফলন ভাল হয়েছে। চাহিদা বেশি থাকায় প্রতিটি শাঁস ১০ টাকা করে বিক্রি হচ্ছে। দৈনিক তাদের ৫০০-৭০০ টাকা আয় হচ্ছে।

আরও খবর