হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাত : নিহত ২৮৩

ডেস্ক নিউজ : হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে এ পর্যন্ত ২৮৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। সেখানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয় একটি দাতব্য সংস্থা জানায়, উপকূলের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগোচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডা ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।