পাগলা মসজিদের সিন্দুকে সাড়ে ৪ মাসে জমল ৩ কোটি ৭ লাখ টাকা
আলোকিত প্রতিবেদক : কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড পরিমাণ টাকা এবং কিছু স্বর্ণ ও হীরা পাওয়া গেছে।
শনিবার আটটি সিন্দুক খুলে দিনব্যাপী গণনা শেষে তিন কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া যায়।
এর সাড়ে চার মাস আগে গত ১৯ জুন দানের সিন্দুকে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া গিয়েছিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানান, সিন্দুক থেকে ১২টি বস্তায় টাকা ভরে মেঝেতে রেখে গণনা করা হয়। এতে মাদ্রাসার দেড় শতাধিক ছাত্র ও শিক্ষক এবং রূপালী ব্যাংকের প্রায় ৫০ জন অংশ নেন।
মুসল্লিরা জানান, মসজিদটিতে প্রতিদিন অসংখ্য মানুষ টাকা-পয়সা ও বিভিন্ন জিনিসপত্র দান করেন। খাস নিয়তে দান করলে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস ও প্রচার রয়েছে।
এই মসজিদের আয় দিয়ে কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেবামূলক কাজ ও জটিল রোগীদের চিকিৎসায় সহায়তা করা হয়।