বিতর্কিত মুরাদকে জামালপুর জেলা আ.লীগ থেকে অব্যাহতি

আলোকিত প্রতিবেদক : অশ্লীল বক্তব্যের দায়ে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের কাছে সুপারিশও পাঠানো হয়েছে।

বৈঠকে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের মধ্যে ৫৫ জন উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফারুক আহমেদ চৌধুরী বলেন, আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত এবং লজ্জিত। মুরাদ হাসানের উল্টাপাল্টা কথাবার্তায় জাতি কষ্ট পেয়েছে। তার কর্মকাণ্ডে আওয়ামী লীগসহ জামালপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি সম্পূর্ণভাবেই সঠিক। মুরাদ হাসানের বিষয়ে আরও আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল আমাদের।

আরও খবর