শ্রীপুরে ছাত্রীদের ছবি তোলার দায়ে ৪ বখাটের দন্ড
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে চার বখাটেকে ২১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল আদালত বসিয়ে গোপনে ছাত্রীদের ছবি উঠানোর দায়ে এ দন্ড দেন।
তাদের মধ্যে শ্রীপুর গ্রামের টিপু সুলতানের ছেলে ফাহিমকে পাঁচ হাজার টাকা, হারিজ উদ্দিনের ছেলে বিপাসকে ১০ হাজার টাকা, আলমগীর হোসেনের ছেলে দীপ্তকে এক হাজার টাকা ও সাতখামাইর গ্রামের আবদুল আউয়ালের ছেলে রাহাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, দন্ডপ্রাপ্তরা বুধবার দুপুরে বাইরে থেকে গোপনে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ছবি তুলেন।
পরে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি থানায় জানালে পুলিশ গিয়ে তাদের ক্যামেরাসহ আটক করে।