খালেদা লজ্জা থাকলে আর লুটপাট করবেন না : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমদের সম্পদ মেরে খেলে শাস্তি পেতে হয়। আজ সেই শাস্তি খালেদা জিয়াও পেয়েছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবেন না। মানুষের অর্থ-সম্পদ কেড়ে নেবেন না।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
এরপর তিনি ব্রিটিশ নাগরিক ফ্রান্সিস লুসি হল্টের হাতে ১৫ বছরের জন্য মাল্টিপল ভিসা ও পাসপোর্ট তুলে দেন।
৮৭ বছর বয়সী এই নারী মহান মুক্তিযুদ্ধকালে যশোরের একটি হাসপাতালে নয় মাস যুদ্ধাহতদের সেবা করেছেন।
বর্তমানে তিনি নগরীর অক্সফোর্ড মিশনে অবসর জীবন কাটানোর পাশাপাশি শিশুদের বিনা বেতনে ইংরেজি পড়াচ্ছেন।