কালিয়াকৈরে ১৩ অবৈধ ইটভাটাকে সাড়ে ২৪ লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে ১৩টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে উপজেলার শাহবাজপুর ও বলিয়াদী এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় শাহবাজপুরের থ্রি স্টার ব্রিকসকে দুই লাখ, ফাইভ স্টার ব্রিকসকে তিন লাখ, নাসির ব্রিকসকে দুই লাখ, যমুনা ব্রিকসকে দুই লাখ, মোল্লা ব্রিকসকে তিন লাখ ও আরবিসি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

অভিযানে বলিয়াদীর সততা ব্রিকসকে এক লাখ, একতা ব্রিকসকে দেড় লাখ, এসএম ব্রিকস-১ ও ২-কে তিন লাখ, জেআরএইচ ব্রিকসকে দুই লাখ, ভাই ভাই ব্রিকসকে দুই লাখ এবং এনআরএস ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা পরিবেশ কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, জরিমানার পাশাপাশি ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর