দুর্নীতিতে মেয়েরা কম ও ছেলেরা একটু বেশি জড়ায় : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের হাতে কাজ দিলে তারা অত্যন্ত সুনিপুণভাবে করে। দুর্নীতিতে তারা একটু কম জড়ায়। ছেলেরা দুর্নীতিতে একটু বেশি জড়ায়।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের কারও দিকে মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজেদের এগিয়ে যেতে হবে। নিজের মর্যাদা নিজেকেই কর্মের মধ্য দিয়ে অর্জন করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, একজন মেয়ে যদি সারা দিন কাজ করে আঁচলে বেঁধে কিছু টাকা নিয়ে আসেন, তাহলে সংসারে তার দাম থাকে। আর্থিকভাবে নিজেকে সচ্ছল করতে পারলে সংসার, সমাজ সবাই তাকে দাম দেবে।