পানামা কেলেঙ্কারি : ৩৪ বাংলাদেশির খোঁজে দুদক

আলোকিত প্রতিবেদক : পানামা পেপারস কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক।

দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়াকে কমিটির প্রধান করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

নথি ফাঁসকারী অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজের দেশভিত্তিক তালিকা অনুযায়ী, বাংলাদেশি ৩৪ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভুয়া কোম্পানি রয়েছে।

মোসাক ফনসেকার গোপন নথি ফাঁস হলে বিশ্বের ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের অর্থ পাচার ও কর ফাঁকির ভয়াবহ তথ্য বেরিয়ে আসে।

এরই মধ্যে বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়েছে।

আরও খবর