গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে বিএনপির কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আলোকিত প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারের হীন পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। আমি দলের পক্ষ থেকে অবিলম্বে এ গণবিরোধী পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে। মানুষের দৈনন্দিন জীবন যাপন আরও কষ্টকর হয়ে পড়বে। কৃষি ও শিল্প উৎপাদনেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

আরও খবর