বাংলাদেশে মিলল করোনার ভারতীয় ধরন

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশে সংক্রামক করোনা ভাইরাসের একটি ভারতীয় ধরন পাওয়া গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পাওয়া এ তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে প্রকাশিত হয়েছে।

দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং অণুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহার নেতৃত্বে উন্মোচন হয়।

তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশে ভাইরাসটির যে ভেরিয়েন্ট পাওয়া গেছে, তাতে টিকা কাজ করবে বলে মনে হয়।

তিনি আরও বলেন, ভারতে ভ্রমণ করে আসা কারও শরীরে এই ভেরিয়েন্ট পাওয়া গেছে। তাই আমাদের সাবধানে থাকতে হবে।

আরও খবর