শ্রীপুরে মা দিবসে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

সাদেক মিয়া, শ্রীপুর : মা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আট শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নান্দিয়া সাঙ্গুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুফি মো. খসরু ভূঁইয়ার উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে আহনাফ ফাউন্ডেশনের ব্যানারে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের সাতজন চিকিৎসক রোগীদের প্রেসক্রিপশন প্রদান করেন।

আল-হেরার পরিচালক ডা. আবুল হোসাইন জানান, মেডিসিন, কিডনি, দন্ত, গাইনি ও শিশু বিশেষজ্ঞরা সেবা দিয়েছেন। ডায়াবেটিস রোগীদেরও বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে।

সেবা গ্রহীতা সিরাজুল হক (৭০) জানান, উন্নত চিকিৎসার জন্য গ্রামের অনেক মানুষের সক্ষমতা নেই। এ রকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে গরিব মানুষ উপকৃত হবে।

আয়োজক খসরু ভূঁইয়া (৫৮) জানান, বাবা-মায়ের সেবা করার জন্য মানুষকে উৎসাহিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইহজগত ও পরজগতে মুক্তির জন্য বাবা-মায়ের সেবার কোন বিকল্প নেই।

মানবিক চিন্তার এই ব্যক্তির সাথে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী আছেন। তাদের মধ্যে ঢাকা কলেজের ছাত্র মোশতাক আহমেদ ফাহাদ ও নাদিমসহ ৩০ জন মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছেন।

আরও খবর