ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি : ১৯ পুলিশ সদস্য গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে করা মামলায় ১৯ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার দুদকের পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গ্রেফতারকৃতরা প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষানবিশ কনস্টেবল পদে চাকরি করছিলেন।

তারা হলেন : মো. আইয়ুব আলী, মো. কামরুল ইসলাম, আবদুল কুদ্দুছ শেখ, মো. আলী আব্বাছ, মোহাম্মদ আলী, মো. সবুজ মিয়া, মো. আবু হানিফ, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস, মো. সাইফুল ইসলাম, মো. হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, সুমন কুমার সরকার, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল আউয়াল, মো. আমিরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহেল রানা ও মো. সুমন আহম্মেদ।

আরও খবর