মদিনায় কোরআন জাদুঘরে দুর্লভ সংগ্রহ

ডেস্ক নিউজ : মদিনায় মসজিদে নববীর আঙিনায় ‘আল-কোরআন জাদুঘর’ চালু করেছে সৌদি সরকার।

কোরআন শিক্ষা ও শিক্ষাদানে মানুষকে উদ্বুদ্ধকরণ এবং কোরআনের মহত্ব ও গুরুত্ব সম্পর্কে অবহিত করা এর উদ্দেশ্য।

দর্শনার্থীদের সুবিধার্থে আরবি ও ইংরেজির পাশাপাশি বাংলাসহ ১০টি ভাষায় কোরআন অনুবাদ করা হয়েছে।

দুর্লভ সংগ্রহের মধ্যে রয়েছে ৬০ পৃষ্ঠার কোরআনের পান্ডুলিপি ও প্রায় চার মণ ওজনের হস্তলিখিত কোরআনের কপি।

আরও খবর