ভোটারদের ‘কুকুর’ বলায় খালেদাকে ক্ষমা চাইতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : গত ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ যায়নি। ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়নি। ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিল। ভোট দিলে কুকুরই দিয়েছে। মানুষ ভোট দেয়নি।
ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলাতঙ্ক হলে নাকি সবাইকে কুকুরের বাচ্চা দেখে। ওনার দৃষ্টিতে সবকিছু কুকুরময় হয়ে গেল কেন? ওনাকে কোন কুকুর কামড় দিল?
ভোটারদের ‘কুকুর’ বলায় তওবা করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি বলেছেন ওখানে (ভোটকেন্দ্রে) নাকি পুলিশ আর কুকুর ছিল। আরে ওখানে তো ভোটিং অফিসার ছিল, সাংবাদিক ছিল, ভোটার ছিল। সবাইকে উনি কুকুর হিসেবে দেখলেন? কত বড় জঘন্য মনোবৃত্তি!