কাপাসিয়ার পাক বাঘিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ার পাক বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলী হোসেন চৌধুরী রোকজু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল কালাম খান, ইউপি মেম্বার আশিকুল ইমাম শোয়েব, শাহ আলম সিদ্দিকী, আবুল বাশার আফ্রিদ, কামাল হোসেন, লুৎফুর রহমান প্রধান, মনিরুল হক দুলাল, নজরুল ইসলাম, উদীচীর কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল আমীন সিকদার, আবুল বাশার খান, শামসুদ্দিন সিকদার, আবদুস ছাত্তার, হুমায়ুন খান, মনির হোসেন খান, তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা ফাহিমা খাতুন।