লাচ্ছিতে টিকটিকি
ফান বক্স : এক ব্যক্তি এক বাড়িতে গিয়ে এক গ্লাস পানি চাইল। একটি ছেলে ঘর থেকে বেরিয়ে এসে বলল, পানি নাই, লাচ্ছি খাবেন।
লোকটি উত্তর দিল হ্যাঁ।
পরে লোকটি পরপর দুই গ্লাস খাওয়ার পর বলল, আচ্ছা তোমাদের বাড়িতে কেউ লাচ্ছি খায় না।
ছেলেটি বলল, আজকে লাচ্ছিতে টিকটিকি পড়েছিল, তাই কেউ খায়নি।
তৎক্ষণাৎ লোকটির হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে গেল।
ছেলেটি কেঁদে উঠে বলল, এখন কুকুরের বাচ্চা দুধ খাবে কীসে!
সংগ্রহ : আসিফ আহমেদ