তনুর মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে : এরশাদ

আলোকিত প্রতিবেদক : সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এই হত্যাকান্ডের বিচার নিয়ে সংশয় দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তনুকে নাকি ধর্ষণ করা হয়নি। তাহলে তাকে কেন মারা হল?

তিনি বলেন, তনু হত্যার আসল তদন্ত প্রতিবেদন কখনো প্রকাশ হবে না। তনুর মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।