ভালো নির্বাচনের জন্য পাকিস্তানের ব্যবস্থাকে অনুসরণ করা যেতে পারে : আকবর আলি খান

আলোকিত প্রতিবেদক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, অতীত অভিজ্ঞতার আলোকে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা জজদের রিটার্নিং অফিসার নিয়োগ করা যেতে পারে।

তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য পাকিস্তানের নির্বাচনী ব্যবস্থা অনুসরণ করে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। যেখানে সাবেক প্রধান বিচারপতি সরকার প্রধান হিসেবে কাজ করেন।

শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাবেক এই সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাহী বিভাগ ক্ষমতাসীনদের নির্দেশনার বাইরে যেতে পারে না। এমনকি তারা ভবিষ্যৎ বেনিফিট নেওয়ার চিন্তা করেন।

আকবর আলি খান আরও বলেন, বাংলাদেশে শত ভাগের অধিক ভোট পেয়েও নির্বাচিত হওয়ার নজির রয়েছে। এ ধরনের ঘটনায় নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকলেও তা প্রয়োগ করা হয়নি।

আরও খবর