বাজারের লবণ ও মধু পরীক্ষার নির্দেশ শিল্পমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভোক্তা পর্যায়ে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে বাজার থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বিএসটিআইকে নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে লবণ আমদানিকারকদের তালিকা সংগ্রহ করে তাদের কার্যক্রম তদারকি ও বাজারে মধুর গুণগতমান পরীক্ষার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্প খাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।