শেরপুরে মেয়রের ওপর হামলে পড়ল বাঘ : অতঃপর হত্যা

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন।

তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই বাঘটিকে পিটিয়ে মেরেছেন স্থানীয় লোকজন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকালে সীমান্তের গারো পাহাড় থেকে চার ফুট লম্বা ওই মেছো বাঘ নেমে এসে পৌরসভার জালকাটা মহল্লার জঙ্গলে আশ্রয় নেয়। খবর পেয়ে শ্রীবরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় লুকিয়ে থাকা বাঘটি লাফিয়ে এসে মেয়রের ওপর হামলে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।

আরও খবর