‘গাছমানব’ আবুল বাজনদারের রক্ত, টিস্যু ও লালা রাতে আমেরিকা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক : ‘গাছমানব’ খ্যাত আবুল বাজনদারের রক্ত, টিস্যু ও মুখের লালা পরীক্ষার জন্য আমেরিকার নরিস ক্যানসার সেন্টারে পাঠানো হচ্ছে।
বুধবার রাতে ওয়ার্ল্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব পাঠানো হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার দুপুরে আবুল বাজনদারের রক্ত, টিস্যু ও মুখের লালা সংরক্ষণ করা হয়েছে। এগুলোর সাথে তার মা আমেনা বেগমের রক্তও পাঠানো হবে।
২৫ বছরের যুবক আবুল বাজনদারের বাড়ি খুলনার পাইকগাছায়।
তার হাত-পায়ের তালু ও আঙুল প্রসারিত হয়ে শিকড়ের মত আকার ধারণ করেছে।
তিনি প্রায় ১০ বছর ধরে অজ্ঞাত এই রোগে ভুগছেন।
সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঢামেক হাসপাতাল তার চিকিৎসার দায়িত্ব নেয়।