কাপাসিয়ায় গরু ব্যবসায়ী রশিদ হত্যা মামলার তদন্তে ডিবি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় গরু ব্যবসায়ী আবদুর রশিদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

গত ২ জানুয়ারি উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর বাজারের পশ্চিম পাশের গজারি বন থেকে রশিদের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়।

তার বাড়ি পাশের টানচৌড়াপাড়া গ্রামে। তিনি গত বছরের ১০ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ হন।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিটু শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আলোকিত নিউজকে জানান, রশিদকে অন্য কোথাও হত্যা করা হয়েছে বলে একটি ধারণা পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, নিখোঁজের সময় রশিদের কাছে কোরবানির গরু বিক্রির আনুমানিক ১৫ লাখ টাকা ছিল।

রশিদের স্ত্রী সামসুন্নাহার ও ভায়রার ছেলে সেলিম ফরাজী জানান, রশিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি দু-একজন লোক ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচার শুরু করেছে।

তারা আরও জানান, রশিদের শ্যালক রাজীব আগে সৌদি ছিলেন। আবারও বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া রশিদের আশা ব্যাংকে ঋণ ছিল। নিখোঁজ হওয়ায় কিস্তি চালানো যাচ্ছিল না। তাই ব্যাংকে কাগজ জমা দিতে তারা চেয়ারম্যানের কাছে স্বাক্ষর নিতে যান।

আরও খবর