প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা এপ্রিলে

আলোকিত প্রতিবেদক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলের মধ্যে হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে করোনা মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

এরই মধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য হয়েছে। এতে শিক্ষকের ঘাটতি ও পাঠদান ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় আগের বিজ্ঞপ্তি ও পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকের ইতিহাসে এটাই সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

আরও খবর