চট্টগ্রামে মন্ত্রী-সাংসদের ঝগড়া : সমর্থকদের হাতাহাতি

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামে গোলটেবিল আলোচনায় ঝগড়া করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন।

এ সময় দুই নেতার সমর্থকরা হাতাহাতিতে লিপ্ত হন।

ফলে সভাটি মাঝপথেই পন্ড হয়ে যায়।

শনিবার রাত পৌনে আটটার দিকে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছয়তলার সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারে তেমন গাড়ি ওঠে না। গাড়ি না উঠলে এসব ফ্লাইওভার রেখে লাভ নেই। গাড়ি না উঠলে এক পর্যায়ে বিশ্বের অন্যান্য দেশের মত এগুলো ভেঙে ফেলতে হবে।

পরে আফছারুল আমীন তার বক্তব্যে বলেন, ফ্লাইওভারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। সে সময় আমরা কেউ মন্ত্রী ছিলাম, কেউ এমপি ছিলাম। এর দায়ভার আমাদেরই নিতে হবে।

এ সময় পাশে বসা মন্ত্রী বলেন, আপনাকে তো ভাড়া করে নিয়ে আসা হয়েছে।

এ কথায় ক্ষিপ্ত হয়ে সাংসদ নিজের চেয়ার থেকে ওঠে মন্ত্রীর দিকে তেড়ে যান।

তিনি মন্ত্রীকে বলেন, আমি চট্টগ্রামের ছেলে। আমাকে চিনিস।

পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও অন্যরা তাদেরকে থামান।

অতঃপর এ ঘটনার জন্য মন্ত্রী ও মেয়র দুঃখ প্রকাশ করেন।

আরও খবর