বাজারে এলো নতুন স্মার্টফোন ‘ওয়ান প্লাস ৭ প্রো’

প্রযুক্তি ডেস্ক : বাজারে স্যামস্যাং ও অ্যাপলের চেয়ে তুলনামূলক ছোট কোম্পানিগুলোও তাদের নিত্যনতুন, আধুনিক ও নতুন নতুন ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে এনে অবাক করে দিচ্ছে বিশ্বকে।

এর মধ্যে ওয়ান প্লাস ও হুয়ায়ে অন্যতম।

এখন শুধু স্যামস্যাং ও অ্যাপল নয়, ওয়ান প্লাসের মত কোম্পানিগুলোর নতুন ডিভাইস বা স্মার্টফোন বাজালে মানুষের উত্তেজনার কমতি দেখা যায় না।

আপনি যদি একটি ফার্স্ট ক্লাস এনড্রয়েড মোবাইল বা সোজা কথায় প্রপার স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে ওয়ান প্লাস কোম্পানির OnePlus 7Pro হতে পারে পছন্দের সেরা ফোন।

কারণ এতে রয়েছে আপনাকে মুগ্ধ করার আধুনিক সব ফিচার।

OnePlus 7Proএর ফিচারসমূহ :

  • সিম : Dual SIM
  • নেটওয়ার্ক : 4G/LTE
  • ডিসপ্লে : 6.67 Inch, 1440×3120 Pixel Resolution
  • সাউন্ড : Loudspeaker
  • র‌্যাম : 8 GB
  • বিল্ট ইন মেমোরি : 256 GB
  • GPRS/EDGE : Yes
  • WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual Band, Wi-Fi Direct, DLNA, HotSpot
  • ক্যামেরা : 48 MP (wide) + 8 MP (telephoto) + 16 MP (ultrawide)
  • ফ্রন্ট বা সামনের ক্যামেরা : Motorized Pop-Up 16 MP
  • ভিডিও : 1080p@30fps, Gyro-EIS
  • সিপিও : Octa-Core, 1×2.84 GHZ Kryo 485 & 3×2.42 GHZ Kryo 485 & 4×1.78 GHZ Kryo 485
  • ব্যাটারি ক্যাপাসিটি : Non-Removable Li-Po 4000 mah Battery
  • ব্যাটারি টাইপ : Fixed
  • দাম : ৫৫,৯৯৯ টাকা

স্মার্টফোনটির আরও ফিচার জানতে এবং দাম সম্পর্কে ধারণা নিতে অনলাইন শপ বিডিস্টল দেখতে পারেন।

আরও খবর