ধর্ষণ মামলা : আসামির কাঠগড়ায় ৭ বছরের শিশু!
নিউজ ডেস্ক : ঝিনাইদহ আদালত থেকে ধর্ষণ মামলায় জামিন পেয়েছে সাত বছরের শিশু সজীব।
রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আহসান হাবিব তাকে জামিন দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল জেলার কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন।
মামলায় ১৪ বছরের ইউসুফ আলীর সাথে তার ছোট ভাই সজীবকেও আসামি করা হয়। পরে পুলিশ দুজনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে।
জামিনের জন্য বাবা আবদুল মালেক সজীবকে কোলে নিয়ে আদালতে আসেন। তখন সে আদালত প্রাঙ্গণে খেলায় মেতে ওঠে। আর তা দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়।
আইনজীবী তবিবুর রহমান আদালতে শিশুটির জামিনের আবেদন করেন। বিচারক জামিন মঞ্জুর করে বলেন, জন্মসনদ জমা দিলে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।