রামু সহিংসতা : ঢাকায় জামায়াতপন্থী উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
ওই ঘটনায় জামায়াতপন্থী এই উপজেলা চেয়ারম্যান জড়িত বলে অভিযোগ। পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দেয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের প্রশিক্ষণের জন্য তোফায়েল আহমেদ রবিবার ঢাকায় আসেন। পরে গভীর রাতে সুন্দরবন হোটেল থেকে পিবিআই সদস্যরা তাকে গ্রেফতার করে।
পুলিশ গ্রেফতারের বিষয়টি এখনো স্বীকার করেনি। তবে গ্রেফতারের ফুটেজ একটি চ্যানেলে প্রচারিত হয়েছে।