কাপাসিয়ায় মোটরসাইকেল ছিনিয়ে কলেজ ছাত্রকে মাটিচাপার চেষ্টা!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের পর এক কলেজ ছাত্রকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
উপজেলা সদরের বরুন এলাকার নূরু মিয়ার বাড়ির পাশের গজারি বনে গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার রাকিব (১৯) কাপাসিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি খোদাদিয়া এলাকার নানার বাড়িতে থাকেন।
তার বাবা দেলোয়ার হোসেন খোকন আলোকিত নিউজকে জানান, রাকিব ওই দিন দুপুরে মোটরসাইকেলে কলেজ রোডে প্রাইভেট পড়তে যান। তখন কলেজ রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে নীরব ও খোদাদিয়ার মৃত তাজউদ্দিন মেম্বারের ছেলে ইমরানের নেতৃত্বে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে অপহরণ করা হয়।
পরে রাকিবকে কান্দানিয়া এলাকার জঙ্গলে নেওয়া হয়। সেখানে লোকজনের উপস্থিতি টের পেয়ে নেওয়া হয় বরুনে। এরপর তাকে মারপিট করে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়।
চিৎকার শুনে আশপাশের বাড়ির নারীরা এগিয়ে গিয়ে অপহরণকারীদের ধাওয়া করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে রাকিবের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান আলোকিত নিউজকে বলেন, এসআই মনিরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।