ওয়াসার এমডির যুক্তরাষ্ট্রে বাড়ি-গাড়ি, অনুসন্ধানে দুদক

আলোকিত প্রতিবেদক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি ও গাড়িসহ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, তাকসিম এ খানের বিরুদ্ধে গত ১৩ বছরে বিদেশি ঋণে করা বড় বড় প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাট করে হুন্ডিসহ বিভিন্নভাবে পাচারের অভিযোগ এসেছে। তিনি নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল বাড়ি ও ১৪টি গাড়ি ক্রয় করেছেন বলেও অভিযোগ।

গত সোমবার ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে দৈনিক সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনলে দুদক তা যাচাই-বাছাই করে দেখতে পারে বলে মন্তব্য করেন আদালত।

ওয়াসা ভবনে মঙ্গলবার তাকসিম এ খান সাংবাদিকদের কাছে দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর কেনা একটি বাড়ি আছে। ১৪টি বাড়ির তথ্যের কোন সত্যতা নেই।

উল্লেখ্য, তাকসিম এ খান এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে আছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন।

আরও খবর