জাপান-বাংলাদেশ হাসপাতালে আইসিইউতে মৃত শিশু আটকে টাকা আদায় : ৬ জনের দন্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জিগাতলার ‘জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস’ চরম অমানবিকতার পরিচয় দিল।

চিকিৎসার বদলে এক মৃত শিশুকে আইসিইউতে আটকে রেখে আদায় করল টাকা।

বুধবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ঘটনা উদঘাটন হয়।

নারায়ণগঞ্জ থেকে আসা এক বছর চার মাস বয়সী হতভাগা শিশুটির নাম সুমাইয়া।

শিশুর পরিবার জানায়, গত সোমবার ঠান্ডাজনিত শ্বাসকষ্ট সমস্যায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সুমাইয়াকে ভর্তি করা হয়। সুচিকিৎসা দিতে না পারলেও তাকে অন্য হাসপাতালে নিতে দেয়নি কর্তৃপক্ষ।

পরে অভিযোগ পেয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অভিযান চালান।

অভিযানে আইসিইউ থেকে সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতেই শিশুটি মারা যায় বলে বেরিয়ে আসে তথ্য।

এ সময় হাসপাতালের ছয়জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদেরকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন : ডা. শরিফুজ্জামান (২৯), নজরুল ইসলাম (৩৯), কাওসার (৫২), লিজা (২৫), মনতেশ মন্ডল (৩৮) ও সুমন মন্ডল (২৮)।