বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করুন
আলোকিত প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। এ জন্য দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করুন।
শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে তিনি এ তাগিদ দেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অন্যায়কারীকে কখনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।