অর্থ পাচার মামলা : তারেকের বিরুদ্ধে সমন জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলাটি আবার আদালতে উঠেছে।

মঙ্গলবার তার বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, অর্থ পাচার মামলায় ২০১৪ সালে তারেক রহমানকে খালাস দিয়েছিলেন নিম্ন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট আপিলটি গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে দেশের দুটি বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।