শনিবার রাতে ঢাকায় যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিনি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সময় দেবেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা জর্ডান থেকে জাপান যাবেন। তাদের বহনকারী বিমানটি জ্বালানি সংগ্রহের জন্য বিমানবন্দরে অবতরণ করবে। ওই সময় তারা ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করবেন।